বানীশান্তা ইউনিয়নটির বেশীরভাগ জনগন অর্থনৈতিকভাবে দূর্বল হওয়ার কারনে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত হলেও বৃত্তিমূলক ও কারিগরি জ্ঞানলাভের ফলে মোট জনসমষ্টির কিছুঅংশ দক্ষ জনবল হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমানে এই দক্ষ জনসমষ্টিই দেশের বিভিন্ন উচ্চপর্যায়ে কর্মরত আছে। সংখ্যায় নগন্য হলেও এই দক্ষ জনবলের অর্জিত টাকার রেমিটেন্স জাতীয় উন্নয়নে সামান্য ভুমিকা রাখছে।